বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাগুরায় ব্যক্তি উদ্যোগে কাঠের সেতু নির্মাণ  

মাগুরা প্রতিনিধি 

মাগুরায় ব্যক্তি উদ্যোগে কাঠের সেতু নির্মাণ  

ব্যক্তি উদ্যোগে কাঠের সেতু নির্মাণ করেছেন সাকিব আল হাসান। ইউনিয়ন বাসিন্দাদের বিভক্ত করে রেখেছিলো কয়েক যুগ একটি খাল। স্থানীয়দের কাছে এটি হাওড়খালী খাল নামে পরিচিত। খালের এপারে জগদ্ল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রুপাটি গ্রাম এবং ওপারে ১নং ওয়ার্ডের মাধুপপুর গ্রাম। ৪-৪ কিলোমিটার ঘুরে যাওয়া ছাড়া বিকল্প কিছু ছিলো না ওই গ্রামের বাসিন্দাদের। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই ব্রিজ নির্মাণে কৃষকদের মাঠ থেকে ফসল আনা এবং ছেলেমেয়েদের স্কুল কলেজ ও হাট বাজারে যাতায়াত ব্যবস্থা নিকটতম হয়েছে। এর আগে একমাত্র সড়ক পথই এ এলাকার হাজারো মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিলো।

শুষ্ক মৌসুমে কোনো রকম পারাপার হওয়া গেলেও বর্ষায় কষ্টের সীমা থাকে না। বিশেষ করে চরম দুর্ভোগে পড়তে হয় স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের। এছাড়া বয়স্কদের জন্য চলাচল করা বেশ কষ্টকর। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি হাওড়খালী খালটিতে একটি সেতু নির্মাণের। এজন্য স্থানীয়রা বিগত দুই যুগ ধরে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে ধর্ণা দিলেও কোন কাজ হয়নি। সমপ্রতি সাকিব আল হাসান ব্যক্তিগত উদ্যেগে সেতু নির্মাণে এগিয়ে এসেছেন।

ইউনিয়নবাসীর তৎক্ষণাৎ চলাচলের জন্য তিনি দুই লক্ষাধিক টাকা ব্যয়ে বহুল আকাঙ্খিত সেতুটি নির্মাণ করে দেন। ৪ ও ৫নং ওয়ার্ডের পরিবার পরিকল্পনা কর্মী রকেয়া খাতুন বলেন, প্রাথমিকভাবে কাঠের ব্রিজটা হওয়াতে খুব দ্রুত এলাকার মধ্যে স্বাস্থ্যসেবা দিতে পারতেছি যা আগে বিরম্বনা স্বরূপ ছিল। যা কিনা ৪ কিলোমিটার পায়ে হেঁটে গন্তব্য স্থানে পৌঁছাতে হতো এখন সহজ হয়েছে। 

রুপাটিগ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাওড়খালী খালটি জগদ্দল ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকায় ৭০ ফুট দীর্ঘ একটি সেতু তৈরি করা হয়েছে। কাঠের তৈরি এ সেতু দিয়ে যানবাহন অনায়াসে যাতায়াত করতে পারবে। হাওড়খালী খালের উপর সেতু নির্মিত হওয়ায় দুই অঞ্চলের মানুষের মধ্যে এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে। রুপাটি উত্তরপাড়া জামে মসজিদের ইমাম শরীফুল মুন্সী বলেন, সেতুটি নির্মাণে এলাকাবাসী সহজেই মসজিদে এসে সালাত আদায় করতে পারছেন। 

রোববার (১৪ জানুয়ারি) গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেদী হাসান উজ্জ্বল। এ সময় উপস্থিত ছিলেন জগদল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ৫নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. বাসিরুল ইসলাম, জগদল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম মোল্লাসহ স্থানীয় নেতারা। 

টিএইচ